আর্কাইভ
লগইন
হোম
পরিবহন
দক্ষিণাঞ্চলের মানুষ কর্মস্থলে ফিরছেন, পরিবহনের চাপ মহাসড়কে
ঈদের টানা ৯ দিনের ছুটি শেষে রোববার (০৬ এপ্রিল) খুলছে সরকারি অফিসসহ অন্যান্য প্রতিষ্ঠান। গতকাল শুক্রবার (০৪ এপ্রিল) থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার কর্মজীবীরা। শনিবার (০৫ এপ্রিল) যাত্রী এবং পরিবহনের ভিড় বেড়েছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে।   তবে শনিবার (০৫ এপ্রিল) সকাল থেকেই এক্সপ্রেসওয়ে ঢাকাগামী দূরপাল্লার পরিবহনের চাপ দেখা যাচ্ছে। এছাড়াও এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্টপেজে গাড়ির জন্য যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ভাঙ্গা-ঢাকা এবং শিবচর-ঢাকাগামী লোকাল বাসে যাত্রীদের বেশ ভিড় রয়েছে সকাল থেকেই।
2025-04-05