ছোট পর্দার তারকারা দেখলেন ‘বরবাদ’
মেহেদী হাসান হৃদয় ছোট পর্দায় সাফল্যের পর শাকিব খানকে নিয়ে বড় পর্দায় ‘বরবাদ’ তৈরি করেছেন। যা এবার ঈদে মুক্তি পেয়ে প্রতিদিন হাউসফুল যাচ্ছে। এবার ছোট পর্দার তারকাদের সঙ্গে নিয়ে ছবিটি দেখলেন নির্মাতা হৃদয়।
বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সস্ত্রীক নিলয় আলমগীর, অভিনেত্রী তানিয়া বৃষ্টি, নির্মাতা প্রীতি দত্তসহ বেশ ক’জন অভিনয়শিল্পী ও নির্মাতা এ ছবিটি সিনেপ্লেক্সে গিয়ে উপভোগ করেন। তারা প্রায় সবাই ‘বরাবাদ’- সিনেমার প্রশংসা করেছেন সামাজিক মাধ্যম ফেসবুকে।