সুইডিশ কোম্পানির কারখানা স্থাপনে সমঝোতা স্বাক্ষর
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুইডিশ কোম্পানি নিলোর্নের কারখানা স্থাপনে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের ২য় দিনে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
নিলোর্নের বাংলাদেশ ইউনিট ‘নিলোর্ন বাংলাদেশ লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম ও বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচির সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।