বল ছুঁড়তেই পুরো স্টেডিয়াম অন্ধকার!
নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ৩ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছেন মাঠে উপস্থিত দর্শকরা। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে কিউই বোলার জ্যাকব ডাফি বল করতে দৌড়াচ্ছেন, ব্যাটার তৈরি–এমন সময়ই হঠাৎ স্টেডিয়ামের সব আলো নিভে যায়, অন্ধকারে ছেয়ে যায় পুরো স্টেডিয়াম।