আর্কাইভ
লগইন
হোম
তুরস্ক
তুরস্ক ফুটবলে জুয়া কেলেঙ্কারি: ১৪৯ রেফারি ও সহকারী রেফারি নিষিদ্ধ
টিএফএফ (তুরস্ক ফুটবল ফেডারেশন) দেশের শত শত পেশাদার ম্যাচ কর্মকর্তার বেটিং অ্যাকাউন্ট থাকার প্রমাণ পাওয়ায় ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। জুয়া কার্যক্রমে জড়িত থাকার দায়ে ‘অপরাধের তীব্রতা’ বিবেচনা করে এই কর্মকর্তাদের ৮-১২ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আরও ৩ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত এখনও চলছে। দণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের পূর্ণাঙ্গ তালিকা টিএফএফ তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।
23 ঘন্টা আগে
ইসরাইল, নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায়
ইসরাইল, নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায়
2025-07-29
ইরান, রাশিয়া, তুরস্কের পর এবার নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায় যুক্ত হয়েছে ইসরাইল। নেদারল্যান্ডসের ‘রাষ্ট্রীয় হুমকির রিপোর্ট ২০২৫’-এ তালিকায় ইসরাইলকে জাতীয় নিরাপত্তার জন্য বিদেশি হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। গকাল সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আইসহ একাধিক গণমাধ্যম। নেদারল্যান্ডসের জাতীয় সন্ত্রাস দমন ও নিরাপত্তা সমন্বয়কারী সংস্থার (এনসিটিভি) প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে, মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার জন্য এই তালিকায় নাম উঠেছে ইসরাইলের। এই ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি তৈরি করে এবং বিদেশি হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের ঝুঁকি বাড়ায়।
সারাবিশ্বে ১৬ বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, উদ্বেগ সাইবার বিশেষজ্ঞদের
সারাবিশ্বে ১৬ বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, উদ্বেগ সাইবার বিশেষজ্ঞদের
2025-06-25
বিশ্বে ১৬ বিলিয়নের বেশি অনলাইন অ্যাকাউন্টের লগইন তথ্য (ইউজারনেম ও পাসওয়ার্ড) ফাঁস হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আরব আমিরাতভিত্তিক বিশেষজ্ঞরা। তারা প্রযুক্তি কোম্পানিগুলোকে পাসওয়ার্ড নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন। সাইবারনিউজের গবেষকরা বলেন, ফাঁস হওয়া তথ্যের মধ্যে অ্যাপল, গুগল, ফেসবুক, টেলিগ্রাম, গিটহাবের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ইউজারনেম ও পাসওয়ার্ডও আছে। এমনকি কিছু সরকারি ওয়েবসাইটের তথ্যও রয়েছে। তারা বলেন, এ বছরের শুরু থেকে তদন্ত করে এসব তথ্য পাওয়া গেছে। তারা সতর্ক করে বলেছেন, ১৬ বিলিয়নের বেশি লগইন তথ্য ফাঁস হওয়ায় সাইবার অপরাধীরা এখন ব্যবহারকারীর অ্যাকাউন্টে ঢোকা, পরিচয় চুরি এবং ফিশিং আক্রমণ চালাতে পারবে, যা খুবই বিপজ্জনক। এগুলো পুরনো তথ্য নয়, বরং নতুন ও বড় পরিসরে ব্যবহার করার উপযোগী তথ্য।