আর্কাইভ
লগইন
হোম
ঢাকা বিশ্ববিদ্যালয়
২০২৫-এ শোবিজ জগতের যেসব নক্ষত্র হারিয়ে গেছেন
মানুষ জন্মালে মৃত্যুর স্বাদ নিতেই হবে। তবে কিছু মানুষের প্রস্থান অপূরণীয় ক্ষতি। গত ২০২৫-এ দেশের শোবিজের এমন অনেককেই হারিয়েছি আমরা। চলচ্চিত্র, সংগীত, নাটক ও সামগ্রিক সাংস্কৃতিক পরিমণ্ডলের এমন কিছু নক্ষত্রের নামই পাঠকদের জন্য তুলে ধরা হলো। অঞ্জনা রহমান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান গত বছরের ০৪ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ১৫ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি। ‘দস্যু বনহুর’ দিয়ে শুরু। গত শতাব্দীর ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন অঞ্জনা। তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।
2026-01-01
শেখ হাসিনার মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে: প্রসিকিউটর
শেখ হাসিনার মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে: প্রসিকিউটর
2025-11-16
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের রায় বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। আজ রোববার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। তিনি জানান, আদালতের অনুমতিসাপেক্ষে রায়ের অংশটুকু বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া যেসব প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে চুক্তিবদ্ধ আছে, তারাও এটি সরাসরি সম্প্রচার করতে পারবে।
৩ জনকে রাষ্ট্রদূত নিয়োগের সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রেসসচিব
৩ জনকে রাষ্ট্রদূত নিয়োগের সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রেসসচিব
2025-11-15
প্রধান উপদেষ্টার এসডিজিবিষয়ক দূত লামিয়া মোর্শেদ, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও তার বোন হোসনা সিদ্দিকীকে জড়িয়ে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। আজ শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সূত্রহীন ও কল্পনানির্ভর ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে অন্তর্বর্তী সরকার উল্লিখিত তিনজনকে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে চায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, তাদের কথিত ‘রাষ্ট্রদূত হওয়ার খায়েশ’ পূরণে ‘পেশাদার কূটনীতিকদের বলি দিতে হচ্ছে।’
৬৫,০০০ স্কুলে ক্লাস বন্ধ করে শিক্ষকদের কর্মবিরতি শুরু আজ
৬৫,০০০ স্কুলে ক্লাস বন্ধ করে শিক্ষকদের কর্মবিরতি শুরু আজ
2025-11-09
বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ রোববার (০৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা। দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবি বাস্তবায়ন ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ফলে সারাদেশের প্রায় ৬৫,০০০ বিদ্যালয়ে ক্লাস বন্ধ হয়ে গেছে। আজ শনিবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি শামসুদ্দিন মাসুদ কর্মবিরতির ঘোষণা দেন। তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত সব বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে এবং শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও চলবে।