আর্কাইভ
লগইন
হোম
ঢাকা বিশ্ববিদ্যালয়
মিথিলার সাফল্যে খুশি স্বামী সৃজিত, তাহলে কী কমলো দূরত্ব!
মডেল, অভিনেত্রী, গায়িকা, শিক্ষক, উন্নয়নকর্মী রাফিয়াত রশীদ মিথিলা। শোবিজ ক্যারিয়ার বাইরে মিথিলা জানিয়েছেন তার নতুন অর্জনের কথা। সম্প্রতি তিনি সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন। গত সোমবার (২৫ আগস্ট) মধ্যরাতে সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে অভিনেত্রী নিজেই জানান এই তথ্য। তার এই সাফল্যে বেজায় খুশি তার স্বামী কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। মিথিলার করা এই পোস্ট সৃজিত নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। এই নির্মাতা সেখানে লেখেন, ‘অবিশ্বাস্য অর্জন, আর একরাশ প্রশংসা!’ কিছু দিন আগে মিথিলার ও তাহাসানের মেয়ে আইরা তেহরিম খান অভিনীত বিজ্ঞাপনের একটি পোস্টও শেয়ার করেছিলেন এই পরিচালক।
6 ঘন্টা আগে
আমি লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী : সাবেক আইজিপি মামুন
আমি লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী : সাবেক আইজিপি মামুন
2025-07-31
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, সরকারের নির্দেশে এবং কিছু অতিউৎসাহী পুলিশ কর্মকর্তার মাধ্যমে বলপ্রয়োগ, নির্বিচারে গুলি, নির্যাতন ও গ্রেফতারের মাধ্যমে জন-আন্দোলন দমন করা হয়েছে। এতে বহু মানুষ আহত ও নিহত হয়েছেন। সাবেক পুলিশ প্রধান হিসেবে আমি লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী। গত ২৪ মার্চ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি এই জবানবন্দি দেন। জবানবন্দিতে ২০১৮ সালের রাতের ভোট, পুলিশের ভূমিকা, আয়নাঘর, ক্রসফায়ার ও জুলাই আন্দোলন নিয়ে বিস্তারিত বর্ণনা দেন সাবেক আইজিপি।