আর্কাইভ
লগইন
হোম
ঢাকা বিশ্ববিদ্যালয়
১৭ জুলাই ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়
গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের অসামান্য ভূমিকার স্বীকৃতি স্বরূপ প্রতি বছর ১৪ জুলাই ‘নারী শিক্ষার্থী দিবস’ পালন করা হবে। এ দিবসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া, সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী প্রতিরোধের ঐতিহাসিক অবদানের স্মরণে প্রতি বছর ১৭ জুলাই ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ পালন করা হবে। এটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্যালেন্ডারে যুক্ত থাকবে।
14 ঘন্টা আগে
কিউএস র‍্যাংকিং: সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এবারও শীর্ষে ঢাবি
কিউএস র‍্যাংকিং: সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এবারও শীর্ষে ঢাবি
2025-06-19
আগামী ২০২৬ সালের জন্য বিশ্বসেরা দেড় হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)। আর সে তালিকায় দেশসেরা বিশ্ববিদ্যালয় হিসেবে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম। তবে সেটিরও জায়গা হয়নি বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আজ বৃহস্পতিবার (১৯ জুন) কিউএস তাদের ওয়েবসাইটে যে তালিকা প্রকাশ করেছে সে তালিকায় জায়গা হয়েছে বাংলাদেশের সরকারি-বেসরকারি মোট ১৫টি বিশ্ববিদ্যালয়ের। যার মধ্যে সবার ওপরে আছে ঢাবি। র‍্যাংকিং ৫৮৪। তবে গত বছরের তুলনায় কিছুটা অবনতিই হয়েছে বিশ্ববিদ্যালয়টির। ২০২৫ সালে ৫৫৪তম অবস্থানে থেকে দেশের সেরা বিশ্ববিদ্যালয় হয়েছিল ঢাবি।