আজ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদ-পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট সোমবার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়।
অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট যাত্রীসাধারণের সুবিধার্থে সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। সে অনুযায়ী, এই দুই সময়ে দুই অঞ্চলের টিকিট বিক্রি হবে। আজ যারা টিকিট কিনবেন তারা আগামী ৩ এপ্রিল ভ্রমণ করতে পারবেন।