কেট উইন্সলেট টাইটানিকের অন্তরঙ্গ দৃশ্য ভুলে যেতে চান
১৯৯৭ সাল, আজ থেকে ২৭ বছর আগে মুক্তি পেয়েছিল সাড়া জাগানো সিনেমা ‘টাইটানিক’। এ সিনেমায় লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কেট উইন্সলেটের রসায়ণ এখনও দর্শকের চোখে লেগে আছে। বিশেষ করে তাদের রোমান্টিক অন্তরঙ্গ দৃশ্যগুলো এখনও আলোচনা সমালোচনার খোরাক জোগায় দর্শকদের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কেট উইন্সলেট জানান, টাইটানিকের অন্তরঙ্গ দৃশ্যের কথা ভেবে এখনও তিনি আতঙ্কিত হন, যে দৃশ্য দেখে ভক্তরা তাকে কখনও ভুলতে দেয় না। টাইটানিকের পর কেটের অসাধারণ ক্যারিয়ার তৈরি হয়েছিল। উদারহরণ দেওয়ার মতো আরও অনেক সিনেমায় তিনি অভিনয় করেছেন। তবু টাইটানিকই বছরের পর বছর ধরে সবাই তাকে চিনিয়ে দেওয়ার মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন। আর তার ভক্তরাও সেটা লুফে নিয়েছেন।