‘গণতন্ত্র মঞ্চ’ ১৪৩ প্রার্থীর তালিকা প্রকাশ করলো
বাম ও প্রগতিশীল ঘরানার ৬টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট ‘গণতন্ত্র মঞ্চ’ আসন্ন নির্বাচনের জন্য ১৪৩ জনের একটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে। জোটের শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘গণতন্ত্র মঞ্চ’ তাদের এ প্রার্থী তালিকার আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। স্বাগত বক্তব্যে তিনি জানান, মঞ্চের ৬ দলের এ পর্যন্ত ৪০০-এর অধিক প্রার্থীর আবেদন জমা পড়েছে। আরও অনেকে আগ্রহ জানিয়েছেন। প্রার্থীতা বাছাই ও সমন্বয় কমিটি আবেদনগুলো পর্যালোচনা ও সমন্বয়ের কাজ করছেন। একই আসনে একাধিক প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে ধারাবাহিকভাবে দলগুলোর মধ্যে আলোচনার ভিত্তিতে সমন্বয় কাজ চলমান বলে জানান তিনি।