প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দলে নেই তাসকিন
চলতি মাসে বাংলাদেশে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ মঙ্গলবার (০৮ এপ্রিল) প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই সিরিজে ইনজুরির কারণে অংশ নিতে পারছেন না তাসকিন আহমেদ।
বিসিবির চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী জানান, তাসকিন তার বাম অ্যাকিলিস টেন্ডনের সমস্যায় পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। তাই সিরিজে তারপক্ষে খেলা সম্ভব নয়।