আর্কাইভ
লগইন
হোম
জামিন
আত্মসমর্পণ করার পর জামিন পেলেন চয়নিকা চৌধুরী
চেক প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী। বৃহস্পতিবার (৮ মে) ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলাম তার জামিন মন্জুর করে আদেশ দেন। তিনি আইনজীবীর মাধ্যমে একই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মন্জুর করেন। এর পূর্বে ০৬ (সোমবার) মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরার জন্য দিন ধার্য ছিল। তবে আসামি চয়নিকা চৌধুরী আদালতে হাজির হননি। তার পক্ষে আইনজীবী জেরার জন্য সময় চেয়ে আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামন্জুর করে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করা হয়।
10 ঘন্টা আগে