আর্কাইভ
লগইন
হোম
জাতীয় ঐকমত্য কমিশন
আজ দুপুরে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ: জুলাই আদেশ জারি হচ্ছে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিশ্চিত করতে বহুল কাঙ্ক্ষিত আদেশ জারি হচ্ছে আজ। দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই বিষয়ে ব্যাখ্যাসহ সুনির্দিষ্ট ঘোষণা দেবেন। এরপর এই সংক্রান্ত আদেশ জারি করা হবে। এর আগে বেলা ১১টায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জুলাই আদেশটি পর্যালোচনা করে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হবে। এই আদেশের ভিত্তিতেই একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। দলগুলোর মধ্যে বিরোধ মেটাতে আদেশে একধরনের ভারসাম্য আনা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে রাজনীতির মাঠ এখনো সরগরম। গতকাল বুধবারও বিএনপি-জামায়াতের বক্তব্যে অবস্থান ছিল পরস্পরবিরোধী। সনদ বাস্তবায়নে আদেশ জারি করতে আগামী রোববার পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে জামায়াতসহ ৮টি ইসলামি দল। এই সময়ের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কথা বলা হয়। এছাড়াও বিএনপি ও জামায়াতের নেতাদের মুখে হুমকি ও পালটা হুমকির বক্তব্য অব্যাহত আছে।
5 দিন আগে
এবার তৃতীয় দফায় ১৫ দিন বাড়লো জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
এবার তৃতীয় দফায় ১৫ দিন বাড়লো জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
2025-10-16
এবার তৃতীয়বারের মতো জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর পূর্বে গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৭ সদস্যের এ কমিশন গঠন করা হয়। কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত ১৫ আগস্ট। তবে কমিশনের কার্যক্রম সম্পন্ন না হওয়ায় এর পূর্বে দুই দফায় মেয়াদ এক মাস করে বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় আরও ১৫ দিন মেয়াদ বাড়িয়েছে সরকার।
গণভোট: নিজ অবস্থানে অনড় দলগুলো, কমিশন চূড়ান্ত সুপারিশ দেবে
গণভোট: নিজ অবস্থানে অনড় দলগুলো, কমিশন চূড়ান্ত সুপারিশ দেবে
2025-10-09
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হতে পারলেও শেষ পর্যন্ত গণভোটের সময়, প্রক্রিয়া এবং ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। এসব ইস্যুতে নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল। ঐকমত্যে আসতে না পেরে বিশেষজ্ঞদের পরামর্শ এবং রাজনৈতিক দলগুলোর মতামতকে সমন্বয় করে জাতীয় ঐকমত্য কমিশনকে গণভোটের সময় ও প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তী সরকারকে সুপারিশ দিতে বলেছে রাজনৈতিক দলগুলো। এরই প্রেক্ষিতে আগামী দুই-একদিনের মধ্যে কমিশন এই বিষয়ে সরকারকে চূড়ান্ত সুপারিশ দেবে। গতকাল বুধবার (০৮ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে ঐকমত্য কমিশন। দুপুরের পর শুরু হওয়া তৃতীয় পর্বের পঞ্চম দিনের এই বৈঠক রাত সাড়ে ১১টার দিকে শেষ হয়। এরমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ আনুষ্ঠানিকভাবে শেষ হয়।