একটি জাতীয় সনদ তৈরি করতে চাই আমরা: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘এক নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন আমাদের কাজ সবাই মিলে যেন একটি নতুন বাংলাদেশ গড়তে পারি।
বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন যেন ফেরত না আসে। আমরা চাই জাতির আকাঙ্ক্ষার জায়গা থেকে একটি জাতীয় সনদ তৈরি করতে।’ তিনি আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন।