আর্কাইভ
লগইন
হোম
জাতীয় ঐকমত্য কমিশন
গণভোট: নিজ অবস্থানে অনড় দলগুলো, কমিশন চূড়ান্ত সুপারিশ দেবে
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হতে পারলেও শেষ পর্যন্ত গণভোটের সময়, প্রক্রিয়া এবং ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। এসব ইস্যুতে নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল। ঐকমত্যে আসতে না পেরে বিশেষজ্ঞদের পরামর্শ এবং রাজনৈতিক দলগুলোর মতামতকে সমন্বয় করে জাতীয় ঐকমত্য কমিশনকে গণভোটের সময় ও প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তী সরকারকে সুপারিশ দিতে বলেছে রাজনৈতিক দলগুলো। এরই প্রেক্ষিতে আগামী দুই-একদিনের মধ্যে কমিশন এই বিষয়ে সরকারকে চূড়ান্ত সুপারিশ দেবে। গতকাল বুধবার (০৮ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে ঐকমত্য কমিশন। দুপুরের পর শুরু হওয়া তৃতীয় পর্বের পঞ্চম দিনের এই বৈঠক রাত সাড়ে ১১টার দিকে শেষ হয়। এরমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
4 ঘন্টা আগে
দুইদিনের মধ্যে উচ্চকক্ষ বিষয়ে সিদ্ধান্ত: আলী রীয়াজ
দুইদিনের মধ্যে উচ্চকক্ষ বিষয়ে সিদ্ধান্ত: আলী রীয়াজ
2025-07-20
আগামী দুইদিনের মধ্যে উচ্চকক্ষের বিষয়ে কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া যাবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। আজ রোববার (২০ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের দ্বিতীয় দফায় পঞ্চদশ দিনের বৈঠকের শুরুতে তিনি এই কথা জানান। ড. রীয়াজ বলেন, ‘আমরা জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই। এটা আপনাদের পক্ষ থেকেও নিঃসন্দেহে আপনারা চান। সেজন্যই আমাদের পক্ষে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে। ইতোমধ্যে আমরা অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। কিছু কিছু বিষয় আছে, যেগুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।’