জম্মু-কাশ্মীর সীমান্তে উত্তেজনা, ৫ পাকিস্তানি সেনা হত্যার দাবি ভারতের
আবারও উত্তেজনা দেখা দিয়েছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে। ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তান সেনাবাহিনী লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর অস্ত্রবিরতি লঙ্ঘন করে অনুপ্রবেশের চেষ্টা চালালে তারা শক্ত প্রতিরোধ গড়ে তোলে।
গতকাল মঙ্গলবার (০১ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনী জানায়, এলওসি-তে একটি মাইন বিস্ফোরণের পরপরই দুই পক্ষের মধ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য গোলাগুলি বিনিময় হয়। পাকিস্তানি বাহিনী প্রথমে সংঘর্ষ শুরু করে, যার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা। তাদের পক্ষ থেকে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে পাকিস্তানি বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।