কাশ্মীরের দুটি সংগঠনকে বেআইনি ঘোষণা ভারতের, তীব্র নিন্দা পাকিস্তানের
ভারতের সিদ্ধান্তকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে পাকিস্তান, যেখানে ভারত-অধিকৃত কাশ্মীরে দুটি পরিচিত সংগঠনকে ৫ বছরের জন্য বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে।
মিরওয়াইজ উমর ফারুকের নেতৃত্বে চলা এএসি (আল-আহলুল কাশ্মির), কাশ্মীর প্রতিরোধ আন্দোলনের একটি প্রধান চরিত্র, এবং জেকেআইএম, যেটি ২০২২ সালে প্রয়াত মাওলানা মোহাম্মদ আব্বাস আনসারির নেতৃত্বে ছিল, উভয়কেই ভারতীয় আইনের অধীনে অবৈধ ঘোষণা করা হয়েছে।