ভারত প্রাইজমানির তিন গুণেরও বেশি পুরস্কার পাচ্ছে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ক্রিকেট দল। এবার তাদের জন্য পুরস্কার ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
শিরোপা জিতে তারা প্রায় প্রাইজমানি থেকে ৩ গুণ বেশি পুরস্কার পেতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে।
ভারতীয় দলকে ৫৮ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে বিসিসিআই। এই পুরস্কারের আওতায় বিশ্বকাপজয়ী সকল ক্রিকেটার এবং তাদের সঙ্গে থাকা কোচিং স্টাফ ও নির্বাচক কমিটির সদস্যরা থাকবে।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন ভারত পুরস্কার পেয়েছ ২২ লাখ ৪০ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ কোটি রুপি। এছাড়া গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্য ছিল ৩৪ হাজার ডলার করে।