‘বাড়িতে থাকবে, বাচ্চা মানুষ করবে’ : ক্যাটরিনাকে সালমান
সালমান খান ও ক্যাটরিনা কাইফ পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ককে কখনো প্রকাশ্যে মান্যতা দেননি। তবে ক্যাটরিনার ক্যারিয়ারের নেপথ্যে সালমানের অবদানের কথা ইন্ডাস্ট্রিতে ‘খোলা খাতা’ র মতো সবাই তা জানে। একটা সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও বেশি দিন তা দীর্ঘায়িত হয়নি।
২০১২ সালে বলিউড ভাইজানের সঙ্গে ক্যাটরিনার বিচ্ছেদ হয়। সম্পর্ক ভেঙে যাওয়ার পরই তারা ‘এক থা টাইগার’ ছবিতে একসঙ্গে কাজ করেন। তারপরও একাধিক কাজ করেছেনএ সফল জুটি। যদিও ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে যাননি সালমান খান।