বাংলাদেশ ব্যাংক দুই দিনে ৪৮ কোটি ডলার কিনলো
দেশের ব্যাংকগুলোর কাছে প্রয়োজনের অতিরিক্ত ডলার জমেছে। এজন্য টাকার বিপরীতে ডলারের দাম নেমেছে ১২১ টাকা ৫০ পয়সায়। এই দাম এক মাস আগেও ছিল ১২৩ টাকার বেশি।
এমন পরিস্থিতিতে গত দুইদিনে ব্যাংকগুলোর কাছে থেকে বাংলাদেশ ব্যাংক ৪৮ কোটি ডলার কিনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে থেকে কেনা এসব ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যুক্ত হচ্ছে।