আর্কাইভ
লগইন
হোম
ওয়ানডে
আম্পায়ার জেসি নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন
যুক্ত হচ্ছে নতুন মাইলফলক বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের এই নারী আম্পায়ার। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নারী আম্পায়ার আইসিসির মূল ইভেন্টে দায়িত্ব পালন করবেন।
2025-08-17
তাসকিন-নাঈম-শামীম ফিরলেন, ওয়ানডে অধিনায়ক মিরাজ
তাসকিন-নাঈম-শামীম ফিরলেন, ওয়ানডে অধিনায়ক মিরাজ
2025-06-23
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে । আজ সোমবার (২৩ জুন) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এবার দলে সবচেয়ে বড় চমক নাঈম শেখ। প্রায় ২ বছর পর ওয়ানডে দলে ফিরলেন এই বাঁহাতি ওপেনার। বিগত ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন নাঈম শেখ। তবে সাম্প্রতিক বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আবারও ডাক পেয়েছেন জাতীয় দলে। দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আরেক ব্যাটার শামীম পাটোয়ারী। ইনজুরি কাটিয়ে ফিরেছেন তাসকিন আহমেদ। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন এই পেসার।
মিরাজ সংকট কাটিয়ে এক বছরের মধ্যেই দলকে গোছাতে চান
মিরাজ সংকট কাটিয়ে এক বছরের মধ্যেই দলকে গোছাতে চান
2025-06-13
বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে দীর্ঘদিন ধরে ছন্দে নেই। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে ব্যর্থতা, পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও একের পর এক হতাশাজনক পারফরম্যান্সে মুখ থুবড়ে পড়েছে দেশের সবচেয়ে ‘শক্তিশালী’ সংস্করণটি। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এমন সংকটময় সময়ে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। যদিও মেয়াদ বেশি নয়, আপাতত এক বছরের জন্যই ওয়ানডে দলের দায়িত্ব পেয়েছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। তবুও এই স্বল্প সময়ে দলকে গুছিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আজ শুক্রবার (১৩ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নতুন ভূমিকায় নিজের ভাবনার কথা জানালেন মিরাজ। তিনি বলেন, ‘লম্বা সময় পেলে অবশ্যই ভিশন তৈরি করা যায়। কিন্তু যেহেতু দল হিসেবে আমরা এখন একটা কঠিন সময় পার করছি, সম্ভবত বোর্ড চাচ্ছে এই এক বছরে একটা জায়গায় দাঁড় করাতে। এরপর হয়তো তারা চিন্তা করবে ভবিষ্যতে কী করা যায়।’