আর্কাইভ
লগইন
হোম
ওয়ানডে
সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশ সেরা মোস্তাফিজুর রহমান
টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি। এই ৩ ফরম্যাটে একটা সময়ে বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে ছাড়িয়ে গেলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের একক মালিক এখন মোস্তাফিজ। এত দিন ১৪৯ উইকেট নিয়ে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন কাটার মাস্টার।
2025-09-25
মিরাজরা ইনিংস বড় করতে চান
মিরাজরা ইনিংস বড় করতে চান
2025-07-08
দারুণ শুরুর পর হুট করে নামে ধস, টপ অর্ডার ভালো করলে মিডলের ছন্নছাড়া ব্যাটিং, কখনও আবার লোয়ার অর্ডারে আসে না পর্যাপ্ত রান। বিগত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের ব্যাটারদের এই সমস্যা প্রকট। শ্রীলংকার বিপক্ষেও ইনিংস বড় করতে ধুঁকেছে টাইগাররা। সিরিজ নির্ধারণী ম্যাচে আজ অন্তত তেমন কিছু চান না পারভেজ হোসেন ইমন। মেহেদী হাসান মিরাজ ব্রিগেডের চাওয়া উইকেটে থিতু হওয়া এবং ইনিংস বড় করা। ব্যক্তিগত ইনিংস বড় হলে স্কোরবোর্ডে বেশি রান জমা হবে। জুটি হলে আসবে কাঙ্ক্ষিত রান। পাল্লেকেলের ব্যাটিংবান্ধব উইকেটে এমন লক্ষ্য স্থির করেই নামবে টাইগাররা। ৩ ওয়ানডের শেষ ম্যাচটি এখন সিরিজের ‘ফাইনাল’ বনেছে।
তাসকিন-নাঈম-শামীম ফিরলেন, ওয়ানডে অধিনায়ক মিরাজ
তাসকিন-নাঈম-শামীম ফিরলেন, ওয়ানডে অধিনায়ক মিরাজ
2025-06-23
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে । আজ সোমবার (২৩ জুন) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এবার দলে সবচেয়ে বড় চমক নাঈম শেখ। প্রায় ২ বছর পর ওয়ানডে দলে ফিরলেন এই বাঁহাতি ওপেনার। বিগত ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন নাঈম শেখ। তবে সাম্প্রতিক বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আবারও ডাক পেয়েছেন জাতীয় দলে। দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আরেক ব্যাটার শামীম পাটোয়ারী। ইনজুরি কাটিয়ে ফিরেছেন তাসকিন আহমেদ। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন এই পেসার।