আর্কাইভ
লগইন
হোম
ওয়ানডে
বাংলাদেশ সিরিজ জিতে ফিরতে চায়
শ্রীলংকা সফরে শেষ ম্যাচ খেলার অপেক্ষায়আছে বাংলাদেশ। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভালো করার পর দ্বিতীয়টিতে হার। ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচ জিতে ২-১-এ সিরিজ হার। এখন টি-টোয়েন্টি সিরিজ জয়ের সম্ভাবনার সামনে বাংলাদেশ। গত রোববার (১৩ জুলাই) ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। সফরের শেষ ম্যাচ তৃতীয় টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল আবার কলম্বোয় ফিরেছে।
2025-07-15
মিরাজ সংকট কাটিয়ে এক বছরের মধ্যেই দলকে গোছাতে চান
মিরাজ সংকট কাটিয়ে এক বছরের মধ্যেই দলকে গোছাতে চান
2025-06-13
বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে দীর্ঘদিন ধরে ছন্দে নেই। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে ব্যর্থতা, পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও একের পর এক হতাশাজনক পারফরম্যান্সে মুখ থুবড়ে পড়েছে দেশের সবচেয়ে ‘শক্তিশালী’ সংস্করণটি। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এমন সংকটময় সময়ে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। যদিও মেয়াদ বেশি নয়, আপাতত এক বছরের জন্যই ওয়ানডে দলের দায়িত্ব পেয়েছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। তবুও এই স্বল্প সময়ে দলকে গুছিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আজ শুক্রবার (১৩ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নতুন ভূমিকায় নিজের ভাবনার কথা জানালেন মিরাজ। তিনি বলেন, ‘লম্বা সময় পেলে অবশ্যই ভিশন তৈরি করা যায়। কিন্তু যেহেতু দল হিসেবে আমরা এখন একটা কঠিন সময় পার করছি, সম্ভবত বোর্ড চাচ্ছে এই এক বছরে একটা জায়গায় দাঁড় করাতে। এরপর হয়তো তারা চিন্তা করবে ভবিষ্যতে কী করা যায়।’
ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান কমেছে
ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান কমেছে
2025-05-05
বাংলাদেশ ওয়ানডে র‌্যাংকিংয়ে দুঃসংবাদ পেয়েছে। একধাপ পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজের পেছনে অবস্থান করছে বাংলাদেশ। আজ আইসিসির প্রকাশিত র‌্যাংকিংয়ে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ দল। ৭৬ পয়েন্ট নিয়ে আছে ১০ নম্বরে। গতবছর ওয়ানডে’তে বাংলাদেশের পারফরম্যান্স একদমই ভালো ছিল না। ৮ ম্যাচ খেলে তারা জিতেছে স্রেফ ১টিতে। এছাড়া তাদের ভরাডুবি হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। এরপর শারজাহকে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের সবগুলোতেই হেরে হয় হোয়াইটওয়াশড।