যুক্তরাজ্য থেকে ১৪৪২ কোটি টাকা ব্যয়ে আসবে তিন কার্গো এলএনজি
বাংলাদেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। যুক্তরাজ্য থেকে এই ৩ কার্গো এলএনজি আনতে ব্যয় হবে ১,৪৪২ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৩৮৮ টাকা।
গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।