মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৫: টেকনোর উদ্ভাবনী প্রযুক্তিতে আপডেট
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৫-এ টেকনো মোবাইল কোম্পানী তাদের অত্যাধুনিক এআই ইকোসিস্টেমের পণ্য উন্মোচন করে প্রযুক্তিপ্রেমীদের মন জয় করেছে। বিশ্বের সবচেয়ে হালকা ১৪ ইঞ্চি ও এলইডি ল্যাপটপ মেগাবুক এস১৪, এআই সমৃদ্ধ টেকনো এআই গ্লাসেস প্রো, এবং ফ্যান্টম আলটিমেট ২ ট্রাই-ফোল্ড স্মার্টফোন সবকিছুতেইআছে অভিনবত্ব।