বিদ্রোহী ফুটবলাররা বাটলারের অনুশীলনে ফিরলেন অবশেষে
দেশের নারী ফুটবলে দীর্ঘ ৬৮ দিনের অচলাবস্থা ও উত্তেজনার পর অবশেষে ফিরে এলো স্বস্তি। ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে চলমান দ্বন্দ্বে জড়িয়ে থাকা ১৮ জন বিদ্রোহী নারী ফুটবলার অবশেষে অনুশীলনে ফিরেছেন তারই অধীনে।
আজ মঙ্গলবার (০৮ এপ্রিল) ভোর ৬টায় রাজধানীর ধানমন্ডির আবাহনী লিমিটেড মাঠে জাতীয় দলের নিয়মিত অনুশীলনে অংশ নেন ১৩ জন বিদ্রোহী ফুটবলার। অন্যদিকে, ৪ ফুটবলার—সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া—ভুটানে ক্লাব ফুটবল খেলায় বর্তমানে দেশের বাইরে আছেন। এছাড়া তহুরা খাতুন ব্যক্তিগত কারণে আজ ক্যাম্পে অনুপস্থিত ছিলেন, তবে তার ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে।