ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক এখন পুরাই ফাঁকা
কা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক এখন পুরাই ফাঁকা। গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে।
এর বিপরীতে গতকাল শনিবার (২৯ মার্চ) মধ্যরাত থেকে রোববার (৩০ মার্চ) সকাল পর্যন্ত মহাসড়কে যানজটে পড়ে ভোগান্তি শিকার হন অঞ্চলের মানুষ। দুপুরের পর থেকে উত্তরের পথ ফাঁকা হতে শুরু করে। যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা থেকে শনিবার (২৯ মার্চ) রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৫,৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে।
এরমধ্যে উত্তরবঙ্গগামী ২৯,২৮৮ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৪৫ হাজার ৭৫০টাকা।
অপরদিকে, ঢাকাগামী ১৬,১৯০টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৮৫০ টাকা।