আর্কাইভ
লগইন
হোম
ঈদযাত্রা
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক এখন পুরাই ফাঁকা
কা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক এখন পুরাই ফাঁকা। গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে। এর বিপরীতে গতকাল শনিবার (২৯ মার্চ) মধ্যরাত থেকে রোববার (৩০ মার্চ) সকাল পর্যন্ত মহাসড়কে যানজটে পড়ে ভোগান্তি শিকার হন অঞ্চলের মানুষ। দুপুরের পর থেকে উত্তরের পথ ফাঁকা হতে শুরু করে। যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা থেকে শনিবার (২৯ মার্চ) রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৫,৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে।   এরমধ্যে উত্তরবঙ্গগামী ২৯,২৮৮ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৪৫ হাজার ৭৫০টাকা। অপরদিকে, ঢাকাগামী ১৬,১৯০টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৮৫০ টাকা।
4 দিন আগে
 ঈদযাত্রায় পুলিশের একগুচ্ছ গুরুত্বপূর্ণ পরামর্শ
ঈদযাত্রায় পুলিশের একগুচ্ছ গুরুত্বপূর্ণ পরামর্শ
2025-03-20
বাংলাদেশ পুলিশ নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রায় একগুচ্ছ পরামর্শ দিয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর বিষয়টি জানান। যাত্রীদের প্রতি অনুরোধ:  পর্যাপ্ত সময় নিয়ে ঈদের ভ্রমণ পরিকল্পনা করুন। ভ্রমণকালে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখুন।   চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে তাগিদ দেবেন না। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করা থেকে বিরত থাকুন।   রাস্তা পারাপারের ক্ষেত্রে জেব্রা ক্রসিং অথবা ফুটওভার ব্রিজ ব্যবহার করুন। যেখানে জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ নেই, সেখানে যানবাহনের গতিবিধি দেখে নিরাপদে রাস্তা পার হোন। প্রয়োজনে পুলিশের সহায়তা নিন। বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না। অপরিচিত কোন ব্যক্তির কাছ থেকে খাবার,পানীয় গ্রহণ থেকে বিরত থাকুন।