ঈদ কেনাকাটা ও রেমিট্যান্সে চাঙ্গা অর্থনীতি
পবিত্র ঈদুল ফিতর মানেই মুসলিমদের বড় ধর্মীয় উৎসব। আর এই উপলক্ষ্যে বিশাল প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে। দান-সদকা থেকে শুরু করে কেনাকাটা পর্যন্ত সব ক্ষেত্রেই বড় অঙ্কের আর্থিক লেনদেন হয় এই সময়টাতে। পাশাপাশি ঈদ উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠানোর পরিমাণও বাড়িয়ে দেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ঈদের পূর্বে মার্চের প্রথম ২৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে রেকর্ড ২.৯৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮২ শতাংশ বেশি।