আর্কাইভ
লগইন
হোম
ইসলামী আন্দোলন বাংলাদেশ
আসন সমঝোতা চূড়ান্ত: জামায়াত শরিকদের জন্য কত আসন ছাড়ছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট বা আসন সমঝোতা করার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। আজ রোববার কিংবা সোমবারের মধ্যে জোট ঘোষণা করা হবে বলে এনসিপির একাধিক সূত্র নিশ্চিত করেছে। জামায়াতের সঙ্গে এনসিপির এবং ৮ দলের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছেন। সূত্র জানাচ্ছে, এনসিপির জন্য ৩০টি এবং ৮ দলসহ অন্য শরিকদের সর্বমোট ১১০ আসন ছাড় দিচ্ছে জামায়াত। তবে জামায়াতের সঙ্গে আসন সমঝোতা প্রশ্নে ইতোমধ্যে এনসিপিতে বিদ্রোহ শুরু হয়েছে। সূত্র জানায়, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের আলোচনায় আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণা আজকের মধ্যেই আসতে পারে। গত শুক্রবার রাতেই বিষয়টি নিষ্পত্তি হয়েছে। এনসিপিকে ৩০ আসন ছেড়ে দিচ্ছে জামায়াত। নতুন এই দলটি আসন চেয়েছিল ৫৬টি। এছাড়া এনসিপির সঙ্গীয় জোট এবি পার্টি পাচ্ছে ৩টি আসন। এ দলটি ১২ আসন চেয়েছিল বলে জানা গেছে।
2 দিন আগে
জাতিসংঘের অস্তিত্ব এখন বিলুপ্ত করে দেওয়া উচিত বলে মনে করেন চরমোনাই পীর
জাতিসংঘের অস্তিত্ব এখন বিলুপ্ত করে দেওয়া উচিত বলে মনে করেন চরমোনাই পীর
2025-06-15
জাতিসংঘের অস্তিত্ব এখন বিলুপ্ত করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর। গতকাল শনিবার (১৪ জুন) এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। চরমোনাই পীর বলেন, ১৯৪৮-এ ইসরাইলের জন্ম থেকেই মানবতার সঙ্গে তারা একেরপর এক অপরাধ করেই যাচ্ছে। সর্বশেষ বিগত দেড় বছর ধরে পৃথিবীর শতকোটি মানুষকে সাক্ষী রেখে ফিলিস্তিনিদের ওপরে বর্বর গণহত্যা পরিচালনা করে যাচ্ছে। অবাক করার মতো বিষয় হলো- মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা রাষ্ট্রগুলো এই গণহত্যায় সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং আরব রাষ্ট্রগুলোও নিশ্চুপ থেকে সমর্থন দিয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে তারা সহায়তাও করছে। নির্মম গণহত্যার এই দৃষ্টান্ত ইতিহাসে বিরল। ইসরাইলকে প্রতিহত করার এই ব্যর্থতা গোটা বিশ্ববাসীকে কলংকিত করেছে।