আর্কাইভ
লগইন
হোম
আন্দালিব রহমান পার্থ
এবার ঢাকা- ১৭ আসনে চমক দেখাতে চায় বিএনপি
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে এখনো কোনো সমঝোতা হয়নি বিএনপির। দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার মনোয়নপত্র সংগ্রহ করেন। বিএনপির একটি সূত্র জানায়, ঢাকা-১৭ আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী করে চমক দেখাতে চায় দলটি। বিএনপির একজন দায়িত্বশীল নেতা গণমাধ্যমকে বলেন, পার্থকে বিএনপিতে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি এ প্রস্তাবে রাজি হলে ঢাকা-১৭ আসন দেওয়া হতে পারে। রাজি না হলে সেক্ষেত্রে পার্থকে ভোলা সদর আসন ছেড়ে দেওয়া হবে। তবে সবকিছু নির্ভর করছে বিএনপির দলীয় সিদ্ধান্তের ওপর। আজ বা কালকের মধ্যেই বিএনপি এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
2025-12-28