দ্বিপক্ষীয় বৈঠকটি পজিটিভ হয়েছে: আন্দালিব রহমান পার্থ
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠকটি পজিটিভ এবং তা দেশের জন্য ভালো কিছু নিয়ে আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। যা দেশের জন্য অনেকটাই পজেটিভ হবে।
গতকাল শনিবার (০৫ এপ্রিল) দুপুরে ভোলায় নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।