আর্কাইভ
লগইন
হোম
আনাদোলু
ফিলিস্তিনের পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিলো ইসরাইল
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের হেবরনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইল। একইসঙ্গে সেখানকার পুরোনো শহরে ফিলিস্তিনিদের ওপর কারফিউও জারি করেছে ইসরাইলি বাহিনী। মূলতঃ অবৈধ বসতি স্থাপনকারীদের ইহুদি উৎসব পালনের সুযোগ দিতে এই পদক্ষেপ নিয়েছে তেল আবিব। হেবরন ডিফেন্স কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দা আরেফ জাবের বার্তা সংস্থা আনাদোলুকে জানান, গত শুক্রবার সকাল থেকে পুরোনো শহরের বিভিন্ন এলাকায় এই কারফিউ জারি রয়েছে। তিনি বলেন, ইসরাইলি বাহিনী পুরোনো শহরে প্রবেশের সামরিক চেকপয়েন্টগুলোও বন্ধ করে দিয়েছে এবং যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে।
3 দিন আগে
ফিলিস্তিনের পদকজয়ী অ্যাথলেটকে হত্যা করলো ইসরাইল
ফিলিস্তিনের পদকজয়ী অ্যাথলেটকে হত্যা করলো ইসরাইল
2025-08-28
ফিলিস্তিনের দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি আন্তর্জাতিক দৌড়বিদ আল্লাম আল-আমুর। গতকাল বুধবার (২৭ আগস্ট) তিনি ত্রাণ আনার চেষ্টা করছিলেন। সেই সময়ে সেনারা গুলি চালালে প্রাণ হারান তিনি। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলুর খবরে এমন তথ্য জানা গেছে। আল-আমুরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ‘আমেরিকান ত্রাণকেন্দ্র নামে পরিচিত স্থানের কাছে সেনাদের গুলিতে তিনি শহীদ হন।’ মাত্র দুই বছর আগে বড় সাফল্য পান এই তরুণ দৌড়বিদ। ২০২৩ সালের মার্চে কাতারের দোহায় অনুষ্ঠিত ওয়েস্ট এশিয়া ক্লাবস অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৩ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ জেতেন আল-আমুর। সেই টুর্নামেন্টে ১২টি দেশ থেকে ২৫০ জন অ্যাথলেট অংশ নিয়েছিলেন। প্রথম আসরেই পদক এনে আলোচনায় আসেন এই প্রতিশ্রুতিশীল অ্যাথলেট।
ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত আরও ৮৬
ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত আরও ৮৬
2025-08-26
ইসরায়েলি বিমান বাহিনীর টানা হামলায় গাজায় একদিনে প্রাণ হারিয়েছে অন্তত ৮৬ জন ফিলিস্তিনি। গত রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা থেকে সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে আহত হয়েছেন আরও ৪৯২ জন। গতকাল সোমবার (২৫ আগস্ট) রাতের দিকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির। মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৮ জন প্রাণ হারিয়েছেন ইসরায়েলি বাহিনীর নিক্ষিপ্ত গোলায়। বাকি ২৮ জন নিহত হয়েছেন খাদ্য সংগ্রহ করতে গিয়ে সেনাদের এলোপাতাড়ি গুলিতে। বিবৃতিতে আরও বলা হয়, 'সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে ৮৬ জনের মরদেহ ও ৪৯২ জন আহতকে আনা হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন, কিন্তু পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল না থাকায় উদ্ধার সম্ভব হচ্ছে না।
ইমরান খান জামিন পেলেন ৮ মামলায়
ইমরান খান জামিন পেলেন ৮ মামলায়
2025-08-21
কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের মে মাসে সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সম্পর্কিত ৮টি মামলায় জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির সর্বোচ্চ আদালত তার জামিন মন্জুর করেছেন। বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে সুপ্রিম কোর্টের ৩ সদস্যের বেঞ্চ লাহোর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইমরান খানের আপিল মন্জুর করেছে, যা ২০২৩ সালের সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট ৮টি মামলায় তার জামিন আবেদন খারিজ করে দিয়েছে। আদালত ৭২ বছর বয়সি ইমরান খানকে অন্য কোনও মামলায় অভিযুক্ত না করা হলে মুক্তির নির্দেশ দিয়েছে। তবে, দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে কারাগারেই থাকতে হবে।