অব্যাহত ইসরাইলি হামলা, গাজায় নিহত ছাড়াল ৬২ হাজার
অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৪৪ জন। এরমধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে উপত্যকাটিতে চলা ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৬২০০৪ জনে দাঁড়িয়েছে।
গতকাল সোমবার (১৮ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর। স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের তাদের দৈনিক আপডেটে গতকাল সোমবার জানায়, গত ২৪ ঘণ্টায় ৬০ জন নিহত এবং ৩৪৪ জন আহত হয়েছেন। যার ফলে মোট আহতের সংখ্যা ১,৫৬,২৩০ জনে দাঁড়িয়েছে।