আর্কাইভ
লগইন
হোম
আনাদোলু
ইসরায়েল আরও ৩০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করলো
বর্তমান যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েল আরও ৩০ জন ফিলিস্তিনির লাশ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে। গতকাল বুধবার (২২ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের মাধ্যমে এই লাশগুলো হস্তান্তর করা হয়। খবর আল জাজিরা ও আনাদোলু এজেন্সির গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, কয়েকটি লাশে নির্যাতনের সুস্পষ্ট চিহ্ন দেখা গেছে। মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের ১৪ তারিখ থেকে ইসরায়েল মোট ১৯৫ জন ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে, এর মধ্যে ৫৭টি লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে। ইসরায়েলের বছরের পর বছর ধরে চলা অবরোধ এবং গাজার পরীক্ষাগারগুলো ধ্বংস হওয়ার কারণে ফরেনসিক পরীক্ষা করা অসম্ভব হয়ে পড়ায় পরিবারগুলো বাকি থাকা শারীরিক চিহ্ন বা পোশাকের ওপর ভিত্তি করে তাদের স্বজনদের শনাক্ত করার চেষ্টা করছে।
2025-10-23
ইমরান খান জামিন পেলেন ৮ মামলায়
ইমরান খান জামিন পেলেন ৮ মামলায়
2025-08-21
কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের মে মাসে সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সম্পর্কিত ৮টি মামলায় জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির সর্বোচ্চ আদালত তার জামিন মন্জুর করেছেন। বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে সুপ্রিম কোর্টের ৩ সদস্যের বেঞ্চ লাহোর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইমরান খানের আপিল মন্জুর করেছে, যা ২০২৩ সালের সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট ৮টি মামলায় তার জামিন আবেদন খারিজ করে দিয়েছে। আদালত ৭২ বছর বয়সি ইমরান খানকে অন্য কোনও মামলায় অভিযুক্ত না করা হলে মুক্তির নির্দেশ দিয়েছে। তবে, দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে কারাগারেই থাকতে হবে।