আর্কাইভ
লগইন
হোম
আওয়ামী লীগ
কাঠগড়ায় অঝোরে কাঁদলেন পলক
গতবছর জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া দুইটি হত্যা মামলায় গ্রেফতার দেখাতে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আজ বুধবার (০৯ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদেন তিনি। যদিও পলক কোনো মন্তব্য করেননি। আদালতে ওঠানোর সময় পলকের মাথায় হেলমেট, পরনে বুলেটপ্রুফ জ্যাকেট এবং হাতে হাতকড়া ছিল। এজলাসে ঢোকার সময় স্বজনদের দেখিয়ে কিছুটা আবেগঘন ইঙ্গিতও করেন তিনি। এসময় তার পরিবারের সদস্যরা এজলাস কক্ষের বাইরে অপেক্ষা করছিলেন।
10 ঘন্টা আগে
ওবায়দুল কাদের কেন রেগে গেলেন নাজমুস সাকিবের ওপর?
ওবায়দুল কাদের কেন রেগে গেলেন নাজমুস সাকিবের ওপর?
2025-05-27
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইউটিউব চ্যানেল ‘নাগরিক টিভি’কে সাক্ষাৎকার দিয়েছেন। চ্যানেলটির এডিটর ইন চিফ নাজমুস সাকিবের কাছে টেলিফোনে এ সাক্ষাৎকার দেন দলটির এই প্রভাবশালী নেতা। সাক্ষাৎকারে তিনি গণঅভ্যুত্থান ঘিয়ে নানা প্রশ্নের জবাব দেন। তবে এক পর্যায়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে বেশ রাগান্বিত হয়ে যান ওবায়দুল কাদের। এর পূর্বে ভারতীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকার দেন ওবায়দুল কাদের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বলেন কাদের।
আমরা বুঝে না বুঝেই দিল্লির ফাঁদে পা দিচ্ছি, এতে আ. লীগ-ভারত লাভবান হচ্ছে : রাশেদ প্রধান
আমরা বুঝে না বুঝেই দিল্লির ফাঁদে পা দিচ্ছি, এতে আ. লীগ-ভারত লাভবান হচ্ছে : রাশেদ প্রধান
2025-05-25
আমরা বুঝে না বুঝেই দিল্লির ফাঁদে পা দিচ্ছি। এতে আওয়ামী লীগ ও ভারত লাভবান হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। গতকাল শনিবার (২৪ মে) পল্টনে নিজেদের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এ মন্তব্য করেন রাশেদ। তিনি বলেন, দেশ এক কঠিন সময় পার করছে। জুলাই ঐক্য ধ্বংসের পথে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে। আজকের এই পরিস্থিতির জন্য প্রথমত: দায়ী অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার আক্রমণাত্মক বক্তব্য, দ্বিতীয়ত: ক্ষমতালোভী রাজনৈতিক ব্যক্তিদের কাদা ছোঁড়াছুঁড়ির রাজনীতি। আমরা বুঝে কিংবা না বুঝেই দিল্লির পাতা ফাঁদে পা দিচ্ছি। আমাদের অনৈক্যে লাভবান হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ। প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়, অভিমানী পদত্যাগ করলে হারবে বাংলাদেশ, জিতবে ভারত।