আর্কাইভ
লগইন
হোম
আওয়ামী লীগ
দীর্ঘ ১৩ মাস পর প্রকাশ্যে এলেন চিত্রনায়ক ফেরদৌস
গত ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো নির্বাচন করে জয়ী হয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তবে নির্বাচনের পর এক বছরও সংসদ সদস্য হিসেবে থাকা হয়নি তার। ছাত্র-জনতার এক দফা দাবির জেরে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান।
11 ঘন্টা আগে
অবরুদ্ধ রেখে আ. লীগ নেতা লতিফ সিদ্দিকীকে পুলিশে সোপর্দ
অবরুদ্ধ রেখে আ. লীগ নেতা লতিফ সিদ্দিকীকে পুলিশে সোপর্দ
2025-08-28
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অবরুদ্ধ রেখে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টার পর এ ঘটনা ঘটে। সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছিল, এমন দাবিতে তাদের অবরুদ্ধ করা হয়। জানা গেছে, ডিআরইউতে ‘৭১ মঞ্চ’ নামে একটি সংগঠনের গোলটেবিল বৈঠক ছিল। সেখানে লতিফ সিদ্দিকী যোগ দেন। সাংবাদিক ও শিক্ষক পরিচয়ে আরও কয়েকজন সেখানে উপস্থিত হন। এরপর উত্তেজিত জনতা তাদের অবরুদ্ধ করে রাখে। জনতার দাবি, সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছিল। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর একে একে ৩টি পুলিশের গাড়ি লতিফ সিদ্দিকীসহ বাকিদের নিয়ে যায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের শাহবাগ থানায় নেওয়া হবে।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে আওয়ামী লীগের হামলা
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে আওয়ামী লীগের হামলা
2025-08-25
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট অফিসে হামলা ও ভাঙচুর করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ সোমবার (২৫ আগস্ট) এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ভেতর অবস্থান করছেন এমন সন্দেহে সেখানে বিক্ষোভ করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই সময় নানা স্লোগান দেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি ভিডিওতে এই চিত্র দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, কনস্যুলেটের সামনে জড়ো হয়ে মিছিল করছেন নিউইয়র্ক আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই সময় কনস্যুলেটের দরজায় ধাক্কাধাক্কি করেন তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে সেখানে উপদেষ্টা মাহফুজকে দেখতে পাওয়া যায়নি।