আর্কাইভ
লগইন
হোম
আইনজীবী
ঘুষ দেওয়ায় অভিযোগ: পটুয়াখালীর পিপি মো. রুহুল আমিনের আইনজীবী সনদ স্থগিত
নারী ও শিশু নির্যাতন মামলার আসামির জামিনের জন্য বিচারককে ঘুষ দেওয়ায় অভিযোগ ওঠা পটুয়াখালী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রুহুল আমিনের আইনজীবী সনদ স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল। বার কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার (২৩ আগস্ট) সভা শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার।
1 দিন আগে
দলীয় সরকারের অধীনে সব নির্বাচনই বিতর্কিত: আদালতকে সাবেক সিইসি হাবিবুল আউয়াল
দলীয় সরকারের অধীনে সব নির্বাচনই বিতর্কিত: আদালতকে সাবেক সিইসি হাবিবুল আউয়াল
2025-06-26
কাজী হাবিবুল আউয়াল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন, রাজনৈতিক দলের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। দলীয় সরকারের অধীনে সব নির্বাচনই বিতর্কিত। শেরে বাংলা নগর থানায় বিএনপির দায়ের করা রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলার শুনানিকালে তিনি এসব কথা বলেন। এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানির একপর্যায়ে হাবিবুল আউয়াল আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমি স্বীকার করেছি- ডামি নির্বাচন করেছি। রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হয়েছে। তবে এখানে আমাকে পয়সা দেওয়ার কোনো প্রশ্ন আসেনি। আমার জীবনে আমি অর্থ আত্মসাৎ বা দুর্নীতি করিনি।