আর্কাইভ
লগইন
হোম
অমর একুশে বইমেলা
শেষ হলো অমর একুশে বইমেলা
বইমেলার শেষ দিনটি শুক্রবার ছুটির ছিল। সকালে মেলায় ঢল না নামলেও বিকালের পর থেকে পাঠক, বইপ্রেমীরা অনেকেই হাজির হয়েছেন মেলা চত্বরে। প্রায় সকলেই পছন্দের বই সংগ্রহে দারুণ ব্যস্ত ছিলেন। কিছু কিছু স্টলে ছিল উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেক স্টল শেষ দিনেও কাঙ্ক্ষিত বেচাকেনা করতে পারেনি। এর পূর্বে সমাপনী অনুষ্ঠানে মাসব্যাপী মেলার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। তথ্য অনুযায়ী, এবারের বইমেলায় বাংলা একাডেমি ৬১ লাখ ৬৫ হাজার ৫৯৩ টাকার বই বিক্রি করেছে। একাডেমির সচিব জানান, প্রকাশকদের কাছে বাংলা একাডেমির পাঠানো তথ্য ফর্মে প্রকাশকরা তথ্য না দেওয়ায় এবারের বইমেলায় মোট বই বিক্রির হিসাব প্রকাশ করা যায়নি, যা বইমেলার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ছিল বইমেলার সমাপনী দিন। বইমেলা শুরু হয় বেলা ১১টায় এবং তা চলে রাত ৯টা পর্যন্ত। ‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের প্রকাশিত নতুন বই নিয়ে আলোচনা করেন কবি শিমুল পারভীন ইতি, গবেষক আবদুল আলীম, গবেষক এম এ মোনায়েম এবং কবি মঈন মুনতাসীর। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। প্রতিবেদন উপস্থাপন করেন ‘অমর একুশে বইমেলা ২০২৫’-এর সদস্য সচিব ড. সরকার আমিন।
2025-03-01