ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বেচাকেনা জমজমাট, খুশি ব্যবসায়ীরা
যতই দিন যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ততই জমে উঠছে। গতকাল মঙ্গলবার মেলার ১১তম দিনে পূর্বাচলে বাংলাদেশ-চায়না এক্সিবিউশন সেন্টার দুপুরের পর থেকে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যবসায়ীরা বলছেন, বেচাকেনা বেশ ভালো হয়েছে।
সরেজমিন দেখা যায়, সকাল থেকেই মেলা প্রাঙ্গণে অল্পসংখ্যক ক্রেতা-দর্শনার্থী এসেছে। দুপুরের পর মানুষ লাইন ধরে টিকিট কেটে ভেতরে প্রবেশ করছে। প্রয়োজনীয় পণ্য কিনছেন, কেউবা পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখছেন।
শীতের কারণে আগের কয়েক দিন ভিড় তুলনামূলক কম থাকলেও মঙ্গলবার ছিল ভিন্ন চিত্র। ক্রেতা-দর্শনার্থী বাড়ায় বেচাকেনায় সন্তোষ প্রকাশ করেছেন স্টল মালিক ও কর্মচারীরা।