আর্কাইভ
লগইন
হোম
রাশমিকা মান্দানা
গোপনে বাগদান সারলেন বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবারাকোন্ডা গোপনে আংটিবদল করেছেন। বিয়ের আগে তারা দুইজন দুইজনকে আরও পরখ করে দেখতে চান বলে জানা গেছে। সে কারণে বিয়েতে না এগিয়ে গোপনে বাগদান সেরে ফেলেন এই তারকা জুটি। এর পূর্বে এই দক্ষিণী অভিনেত্রীর প্রথম বাগদান হয় অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে, ২০১৭-এর জুলাইয়ে। যদিও সেই বাগদান ২০১৮ সালের সেপ্টেম্বরে ভেঙে যায়। সেই সময় শোনা যায়, ২০১৮ সালের হিট সিনেমা ‘গীত গোবিন্দম’ এবং ২০১৯ সালের ‘ডিয়ার কমরেড’ নাকি বদলে দিয়েছে রাশমিকার জীবন।
5 দিন আগে