অবরোধে মহাসড়ক অচল, শিবচর আঞ্চলিক সড়কে তীব্র যানজট
তৃতীয় দিনের মতো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরসহ মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা। ফলে ঢাকার সঙ্গে যানবাহন চলাচল বন্ধ রয়েছে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর থেকে। বিকল্প পথ হিসেবে বরিশাল ও মাদারীপুর থেকে আসা পরিবহন শিবচর-মাদারীপুর ও শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক সড়ক ব্যবহার করছে, তবে দূরপাল্লার পরিবহন সরু আঞ্চলিক সড়কে প্রবেশ করায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বেড়েছে যাত্রী ও সাধারণ মানুষের দুর্ভোগ।