‘এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই ইতিবাচক’: বুবলী
শবনম বুবলী-সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’ এবার ঈদে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথমদিন থেকেই স্টার সিনেপ্লেক্সে এই সিনেমার ৭টি করে প্রদর্শনী ছিল। বর্তমানে সিনেমাটির ১৪টি করে প্রদর্শনী চলছে। এদিকে, ‘জংলি’ সিনেমার নায়িকা বুবলী ‘বরবাদ’কেও এগিয়ে রেখেছেন। তিনি শাকিবিয়ানদের প্রশংসা করেছেন। আর ঝড়ের সঙ্গে তুলনা করেছেন ‘বরবাদ’কে।