আর্কাইভ
লগইন
হোম
ড. বদিউল আলম মজুমদার
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৮ম দিনের মত শুনানি চলছে আজ
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের টানা ৮ম দিনের শুনানি শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৯টা ৫০ মিনিট থেকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। আদালতে বিএনপির পক্ষে শুনানি করছেন- জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এর পূর্বে মঙ্গলবার ০৪ নভেম্বর ও ২৯, ২৮,২৩, ২২ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি হয়েছে। ২১ অক্টোবর এই শুনানি শুরু হয়।
2025-11-05
এমপি প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব গণঅধিকার পরিষদের
এমপি প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব গণঅধিকার পরিষদের
2025-04-29
জাতীয় সংসদের মেয়াদ ৪ বছর ও সংসদ-সদস্য নির্বাচনে প্রার্থীর বয়স ২৫ বছরের পরিবর্তে ন্যূনতম ২৩ বছর নির্ধারণের প্রস্তাব করেছে গণঅধিকার পরিষদ। এছাড়া সংবিধান সংস্কারের জন্য গণভোট আয়োজনের দাবি জানিয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সভাপতি নুরুল হক নুর। কমিশনের দেওয়া ১৬৬টি সংস্কার প্রস্তাবনার মধ্যে ১২৭টির সঙ্গে একমত থাকলেও আলোচনার পর গণঅধিকার পরিষদ নতুন ৮টি প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে। এছাড়া ৭টি প্রস্তাবের সঙ্গে দ্বিমত ও ২৩টির সঙ্গে আংশিক একমত হওয়ার কথা জানিয়েছে দলটি।
ঐকমত্য কমিশনের সঙ্গে জেএসডি'র আলোচনা অনুষ্ঠিত
ঐকমত্য কমিশনের সঙ্গে জেএসডি'র আলোচনা অনুষ্ঠিত
2025-04-28
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ সোমবার (২৮ এপ্রিল) ঢাকায় জাতীয় সংসদ ভবনের এল ডি হলে সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজকের আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এ সময় অধ্যাপক আলী রীয়াজ বলেন, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা থেকে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে। জনগণের এই আকাঙ্ক্ষাকে পরিপূর্ণতা দিতে রাষ্ট্র সংস্কার দরকার৷ তিনি আরো বলেন, গত ৫৩ বছর ধরে আমরা এমন শাসন ব্যবস্থা দেখেছি, যা ফ্যাসিবাদ তৈরি করতে পারে। এই শাসন ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন।