আর্কাইভ
লগইন
হোম
খারিফ উৎসব
২১ জুন থেকে শুরু হবে ওমানের ধোফারে খারিফ উৎসব
ওমানের ধোফার গভর্নরেটে শুরু হচ্ছে ২০২৫ সালের খারিফ উৎসব। আগামী ২১ জুন থেকে শুরু হয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ মৌসুমভিত্তিক উৎসব, যা প্রতিবছর লক্ষাধিক দেশি-বিদেশি পর্যটককে আকৃষ্ট করে। ধোফার পৌরসভার চেয়ারম্যান ড. আহমেদ আল-ঘাসানি জানিয়েছেন, এবারের খারিফ উৎসব নানা নতুন চমক নিয়ে হাজির হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে ঐতিহ্যবাহী হেরিটেজ ভিলেজ-এর রূপান্তর। এটি এবার হয়ে উঠবে একটি গ্লোবাল ভিলেজ, যেখানে মিশরের খান আল খলিলি, সিরিয়ার সৌক আল হামিদিয়া এবং কাতারের সৌক ওয়াকিফ-এর আদলে নানা সংস্কৃতি, হস্তশিল্প ও খাবারের পসরা সাজানো হবে।
10 ঘন্টা আগে