নতুন অর্জনে নাম লেখালেন হিমি
র্তমান সময়ের নাটকের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাচ দিয়ে শোবিজে যাত্রা শুরু, এরপর মডেলিং করলেও পরবর্তী সময়ে অভিনয়েই থিতু হন। বর্তমানে নিজের একটি শক্ত অবস্থানও তৈরি করে নিয়েছেন। ইউটিউবে ভিউয়ের দৌড়েও এগিয়ে রয়েছে হিমি অভিনীত নাটকগুলো। কিছুদিন পূর্বেই আলোচিত টেলিফিল্ম ‘বড় ছেলে’র ভিউয়ের রেকর্ড ভেঙেছে একক নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’।