আমি স্ট্যাটাস দিই আর গালি শুনি, অনেকে ভয়ও দেখায়: জয়
আলোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তাকে দেখা যায় সামাজিকমাধ্যমে বিভিন্ন ইস্যুতে প্রায় প্রতিনিয়ত কথা বলতে। সেগুলো নিয়ে সমালোচনা হলেও তা তিনি কর্ণপাত করেন না।
আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেতা। এই নিয়েও চলছে সমালোচনা।
শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম, স্ট্যাটাস দিতাম না। আশপাশে এমন অনেক আছে। অথচ আমি স্ট্যাটাস দিই আর গালি শুনি। অনেকে ভয়ও দেখায়। যারা চুপ তাদের অপরাধ কেউ মনেও করে না, তাদের কেউ গালিও দেয় না।’