ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে এলো ‘স্বপ্ন’ সুপারশপ
বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে দুই দশকের বেশি সময় ধরে। তবে চলতি বছর ইতোমধ্যেই ডেঙ্গুতে কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে।
জুলাই ২০২৫-এ যখন মিরপুর ও মোহাম্মদপুরে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছিল, এই অবস্থায় ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে আসে ‘স্বপ্ন’।
‘স্বপ্ন’ সম্প্রতি মিরপুর ও মোহাম্মাদপুরে এলাকায় আয়োজন করে ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন। লক্ষ্য ছিল একটাই-গ্রাহক ও আশপাশের পরিবারগুলোকে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র শনাক্ত করতে সহায়তা করা এবং ডেঙ্গুর প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করা।