প্রথম সেশনেও স্বস্তিতে নেই বাংলাদেশ দল
জিম্বাবুয়ে আগের দিন বিনা উইকেটে ৬৫ রান তুলে নিয়েছিল। সফরকারীদের আজকের সকালটি ভালো যায়নি। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ৬৮ রান তুলতে হারিয়েছে ৪ উইকেট। নাহিদ রানার তোপ দাগার দিনে প্রথম সেশন পক্ষে আসলেও মোটাদাগে স্বস্তিতে নেই বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৩৩ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে তারা পিছিয়ে আছে ৫৮ রানের। লাঞ্চ বিরতির পর নাজমুল হোসেন শান্ত ব্রিগেড দ্রুত উইকেট তুলতে না পারলে, লিডের পথে এগোবে সফরকারীরা।
প্রথম সেশন শেষে জিম্বাবুয়েকে টানছেন শন উইলিয়ামস। ৩৩ রানে ব্যাট করছেন এই টপ অর্ডার। ৪ রানে তাকে সঙ্গ দিচ্ছেন ওয়েসলি মাধবেরে।