একুশে পদকপ্রাপ্ত সংগীতগবেষক মুস্তাফা জামান আব্বাসী আর নেই!
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক ড. মুস্তাফা জামান আব্বাসী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (১০ মে) ভোরে বনানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে সংগীতশিল্পী শারমিনী আব্বাসী।
গত কয়েকদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ গতকাল শুক্রবার (০৯ মে) শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।