আর্কাইভ
লগইন
হোম
ক্লাব বিশ্বকাপ
‘ফুটবলের দরকার দায়িত্বশীল নেতৃত্ব, সম্রাট নয়’ : ফিফপ্রো
বিশ্বজুড়ে পেশাদার ফুটবল খেলোয়াড়দের সংগঠন ফিফপ্রো (FIFPRO) ক্লাব বিশ্বকাপ ও ম্যাচ ক্যালেন্ডার নিয়ে ফিফা ও এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কঠোর সমালোচনা করেছে। তারা বলছে, এই কর্তৃত্ববাদী নেতৃত্ব ফুটবলারদের অধিকার ক্ষুণ্ন করছে। ফিফপ্রো এক বিবৃতিতে জানায়, ‘ফুটবলের দরকার দায়িত্বশীল নেতৃত্ব, সম্রাট নয়।’ তারা আরও বলে, ‘এই খেলাটার দরকার স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও আন্তরিক সংলাপ—একতরফা শাসন নয়।’ দুই সপ্তাহ পূর্বে ইনফান্তিনো নিউইয়র্কে কিছু অস্বীকৃত খেলোয়াড় প্রতিনিধি নিয়ে এক সভা করে জানান, ‘গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মতিতে পৌঁছেছে ফিফা।’ অথচ এই সভায় ফিফপ্রোর কোনো স্বীকৃত প্রতিনিধি ছিল না।
2025-07-26
রিয়ালের ১০ জনের দারুণ জয়, দ্বিতীয় রাউন্ডে সিটি-জুভেন্টাস
রিয়ালের ১০ জনের দারুণ জয়, দ্বিতীয় রাউন্ডে সিটি-জুভেন্টাস
2025-06-23
এবার ক্লাব বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর আধিপত্য আরও সুস্পষ্ট হলো। ১০ জনের দল নিয়ে রিয়াল মাদ্রিদ হারিয়েছে পাচুকাকে, আর জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটি পেয়েছে বড় জয়—যা নিশ্চিত করেছে তাদের দ্বিতীয় রাউন্ড। রিয়াল মাদ্রিদ (স্পেন) ৩-১ পাচুকা (মেক্সিকো) ম্যাচের মাত্র ৮ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিও, সলোমন রোনদনকে ফাউল করায়। সংখ্যায় একজনে কম থাকা সত্ত্বেও রিয়াল প্রথমার্ধে ২ গোল করে এগিয়ে যায়-৩৫ মিনিটে জুড বেলিংহ্যাম ও ৪৫ মিনিটে আর্দা গুলেরের গোলে। দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে ৩য় গোল করেন ফেদেরিকো ভালভার্দে। শেষ দিকে পাচুকার হয়ে ১৯ বছর বয়সী এলিয়াস মন্তিয়েল একটি সান্ত্বনাসূচক গোল করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। এই পরাজয়ের মধ্য দিয়ে পাচুকা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।