‘সাইয়ারা’ নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন নায়ক আহান পান্ডে
অভিনেতা চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডে বলিউডে অভিষেকের আগেই আলোচনায় ছিলেন। চলতি বছর ‘সাইয়ারা’ দিয়ে স্বপ্নের সেই সূচনা হয়েছে তার। অনীত পাড্ডার সঙ্গে তার অভিনয় রসায়ন দর্শকদের মধ্যে এমন সাড়া ফেলে যে, সিনেমা মুক্তির পর থেকেই শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন। এতদিন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি কেউই। অবশেষে জি-কিউ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুললেন আহান পান্ডে।
তিনি বলেন, অনীত আমার বেস্ট ফ্রেন্ড। পুরো ইন্টারনেট ভাবছে আমরা প্রেম করছি। কিন্তু আমরা তা করছি না। কেমিস্ট্রি মানেই রোমান্স নয়, এটা নিরাপত্তা ও কমফোর্টের ব্যাপার। আমরা দুইজনেই একে অপরকে সেটা অনুভব করিয়েছি।
সম্পর্কের গভীরতা ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ও আমার প্রেমিকা নয়, কিন্তু অনীতের মতো বন্ধন আর কারো সঙ্গে হবে না। সাইয়ারা করার আগেই আমরা দুইজনেই পাওলো কোয়েলোর একটি উক্তি খুব মানতাম। ‘স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনাই জীবনকে আকর্ষণীয় করে তোলে।’ আমরা একই স্বপ্ন দেখেছি এবং সেটা একসঙ্গে সত্যি হয়েছে। তাই এই বন্ধনটা বিশেষ।