মেয়ে সুহানা খানকে অ্যাকশনের ট্রেনিং দিচ্ছেন বাবা শাহরুখ খান!
বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘কিং’ সিনেমা নিয়ে উন্মাদনার শেষ নেই ভক্তদের। প্রায়ই নিত্যনতুন তথ্য আলোচনার জন্ম দিচ্ছে। বিশেষ করে মেগাবাজেটের সিনেমার তারকাখচিত কাস্টিং এবং শাহরুখের ‘কিং’ লুক।
ইতোমধ্যেই বিদেশের শুটিং থেকে ফাঁস হওয়া বাদশাহর ‘সল্ট অ্যান্ড পিপার’ লুক দেখে অনুরাগীদের প্রায় মূর্চ্ছা যাওয়ার মত অবস্থা! এমতাবস্থায় হাটে হাঁড়ি ভাঙলেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু কোরিওগ্রাফার ফারহা খান। কিং-জন্য নাকি বিশাল প্রস্তুতি নিচ্ছেন ‘বাপ-বেটি’, জানালেন পরিচালক-কোরিওগ্রাফার।