পুরোনো রূপে ফিরছে ভোলাগঞ্জের সাদা পাথর, ফিরছেন পর্যটকরা
ভারত থেকে আসা জলধারা সীমান্তে পেরিয়ে এসেছে বাংলাদেশে। দুইপাশে প্রকৃতির সবুজ সমারোহ যেন আকাশ ছুঁয়েছে।
উঁচু পাহাড় থেকে নেমে আসা ঝরণার জল ও স্বচ্ছ পানির স্রোতে প্রচুর বোল্ডার পাথর ভেসে আসে, সেই ঝরণার স্রোতধারা নেমেছে সাদাপাথর এলাকা ভোলাগঞ্জ নোম্যান্সল্যান্ড বা জিরোপয়েন্ট। এই পুরো এলাকাজুড়ে একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে। পাথর মাড়িয়ে নেমে আসা স্বচ্ছ জলে সময় কাটাচ্ছেন পর্যটকরা।
নোম্যান্সল্যান্ড তথা জিরোপয়েন্ট থেকে জলধারা বিভক্ত হয়ে গেছে দুই দিকে। এর একপাশে হয়েছে নজিরবিহীন লুটপাট। এলাকাটি এখনো মরুপ্রান্তর। সেই লুটকৃত স্থানে স্থাপনের জন্য পাথর ফেলা হচ্ছে। জলধারার আরেকটি প্রান্তে পাথর রয়েছে। তবে সেখান থেকেও বেশকিছু পাথর চুরি হয়েছে দাবি করছেন পর্যটকরা। অবশ্য যে স্থানে পাথররাজি রয়েছে, সেখানে আরো কিছু পাথর ফেলেছে প্রশাসন। সেই স্থানটিতে আসতে শুরু করেছেন পর্যটকরা। পূর্বে যে পরিমাণ পর্যটক আসতেন, সে তুলনায় অনেক কম বলছেন স্থানীয় ব্যবসায়ীরা।