শৈলকূপায় জালে ধরা পড়ল বিলুপ্তপ্রায় শুশুক
ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার গোবিন্দপুর শ্মশানঘাট গড়াই নদীতে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় জলজ প্রাণী ‘শুশুক’। যা স্থানীয়ভাবে ‘শিশু’ নামে পরিচিত হলেও এটি ডলফিনের ভিন্ন একটি প্রজাতি।
গতকাল মঙ্গলবার (০১ জুলাই) বিকেলে উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দাহ গোবিন্দপুর শ্মশান সংলগ্ন গড়াই নদীতে এক জেলের জালে ধরা পড়ে শুশুক।