জেরার্ড পিকের ১৫০ কোটি মূল্যের বাড়ি কিনবেন লামিনে ইয়ামাল
লামিনে ইয়ামাল মাঠের ভেতর ও বাইরের নানা কারণে আলোচনায় আছেন। স্প্যানিশ ওয়ান্ডার কিড এবার আলোচনায় বিলাসবহুল বাড়ি কিনতে চেয়ে। বার্সেলোনার তারকা ইয়ামাল কিনতে যাচ্ছেন সাবেক বার্সা তারকা জেরার্ড পিকের প্রায় ২০০ কোটি টাকা মূল্যের বাড়ি। খবর এল পাইসের।
বার্সেলোনার অভিজাত এলাকার ৩,৮০০ স্কয়ার মিটারের বাড়িটি ২০১২ সালে নির্মাণ করা হয়। বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার সঙ্গে বিবাহবিচ্ছেদের আগে এই বাড়িটিতে থাকতেন জেরার্ড। ২০২২ সালে বিবাহবিচ্ছেদের পর এই বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেন পিকে-শাকিরা দম্পতি। গত ৩ বছরে বাড়িটি কেনার মতো ধনী ক্রেতা পাওয়া যাচ্ছিল না।