আর্কাইভ
লগইন
হোম
জাতীয় প্রেসক্লাব
ঐকমত্য কমিশনের সুপারিশমালা প্রতারণামূলক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত সুপারিশমালা ‘প্রতারণামূলক’ অভিহিত করে অবিলম্বে তা সংশোধনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে এক আলোচনা সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত সুপারিশমালার ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের জাতীয় ঐকমত্য কমিশন, তারা তাদের রিকমন্ডেশন দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টার সইও আছে সেখানে। তিনিও এই কমিশনের চেয়ারম্যান। এখন অবাক বিস্ময়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে, আমরা একেবারে পরিষ্কারভাবে যে বিষয়গুলোর সঙ্গে একমত ছিলাম না, আমরা সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের (জাতীয় ঐক্যমত্য কমিশনের)।’
14 ঘন্টা আগে
মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
2025-08-21
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। গতকাল বুধবার (২০ আগস্ট) বিকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে আহত শিক্ষক-শিক্ষার্থী ও নিহত শিক্ষার্থীর পরিবারের কাছে সহমর্মিতা জানানো হয়। এদিন বিকালে উত্তরা ১০ নম্বর সেক্টরে গিয়ে পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বাধীন প্রতিনিধিদল। এই সময় তারেক রহমানের পক্ষ থেকে হতাহতদের পরিবারের সদস্যদের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
আবু তাহের বাংলাদেশ প্রতিদিন সম্পাদক হলেন
আবু তাহের বাংলাদেশ প্রতিদিন সম্পাদক হলেন
2025-08-11
আবু তাহের দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক থেকে সম্পাদক পদে উন্নীত হয়েছেন। পত্রিকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি গত শনিবার (০৯ আগস্ট) তাঁকে পদোন্নতি দেয়। বিগত ১৯৭৩ সালে সাংবাদিকতা পেশায় আসা আবু তাহের একাত্তরের বীর মুক্তিযোদ্ধা। নিয়মনীতি ও পেশাদারত্বে একনিষ্ঠার জন্য তাঁর খ্যাতি। সম্পাদক হওয়ার আগে তিনি দৈনিক সংবাদ, খবর, আওয়াজ, প্রভাত, দেশবাংলা, ডেসটিনি, যুগান্তর ইত্যাদি পত্রিকায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি বাংলাদেশ প্রতিদিনে যুগ্ম সম্পাদক নিযুক্ত হন। ইংরেজি থেকে নির্ভার বাংলায় অনুবাদে দক্ষ এই সিনিয়র সাংবাদিক সাময়িকী ‘সূর্যোদয়’-এ জগৎ সংসারের অনাচার-অসংগতির ওপর টানা ৯ বছর ব্যক্তিগত নিবন্ধ ‘বালিশ কথন’ লিখে সাড়া ফেলেন। দেশবাংলায় লিখতেন ‘দেখিয়া শুনিয়া’। প্রকাশিত বই ৪টি।