আর্কাইভ
লগইন
হোম
জাতীয় প্রেসক্লাব
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কেউ স্বতন্ত্র হয়ে মাঠে নামলে জনগণ প্রতিহত করবে: রাশেদ খান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে নামলে জনগণ তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই হতে হবে এবং তা হতে হবে ফ্যাসিবাদমুক্ত, অবাধ ও ইতিহাসের সেরা নির্বাচন। আওয়ামী লীগকে নির্বাচন থেকে পুরোপুরি বর্জন করতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ। তাই তাদের কোনো নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হয়েও নির্বাচনে আসতে পারবে না। তারা যদি মাঠে নামে, জনগণ তাদের প্রতিহত করবে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিতকরণে সশস্ত্র বাহিনীর ভূমিকা: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এই কথা বলেন।
2025-11-20
মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
2025-08-21
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। গতকাল বুধবার (২০ আগস্ট) বিকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে আহত শিক্ষক-শিক্ষার্থী ও নিহত শিক্ষার্থীর পরিবারের কাছে সহমর্মিতা জানানো হয়। এদিন বিকালে উত্তরা ১০ নম্বর সেক্টরে গিয়ে পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বাধীন প্রতিনিধিদল। এই সময় তারেক রহমানের পক্ষ থেকে হতাহতদের পরিবারের সদস্যদের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।