ইসরায়েলি হামলায় গাজায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে অন্তত দুইজন ত্রাণ প্রত্যাশী ছিলেন। এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করেছে যে, অবরুদ্ধ গাজা উপত্যকায় শিশুদের মধ্যে অপুষ্টির হার উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে।
গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে বলে আল জাজিরাকে জানিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্রগুলো।