আর্কাইভ
লগইন
হোম
ছাত্রশিবির
জকসুতেও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। গতকাল বুধবার (০৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩৮টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী এই বিজয় ঘোষণা করেন।  নির্বাচনের ফলাফল অনুযায়ী, ভিপি, জিএস এবং এজিএস—এই তিনটি গুরুত্বপূর্ণ শীর্ষ পদের সবকটিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে প্যানেলটি। সহ-সভাপতি (ভিপি) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ৫,৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪,৬৮৮ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৮৮০।
2026-01-08
গত ১৫ বছরে পাচারের অর্থ দিয়ে দেশের ৪টি বাজেট সম্ভব: শিবির সভাপতি
গত ১৫ বছরে পাচারের অর্থ দিয়ে দেশের ৪টি বাজেট সম্ভব: শিবির সভাপতি
2025-04-24
স্বৈরাচার সরকারের বিগত ১৫ বছরে পাচার করা অর্থ দিয়ে দেশের ৪ বার বাজেট করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। গতকাল বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখা আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আজকে যারা সচিবালয় পরিচালনা করছেন‌ তারা তো অনেক শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন। তাদের হাত ধরে বাংলাদেশে কেন এত দুর্নীতি হয়! জুলাই অভ্যুত্থানে অনেক আহতের দাবি, এই সমাজ থেকে দুর্নীতি রোধ করতে হবে। এদেশে বিগত ১৫ বছর যারা দেশপ্রেমের বয়ান তুলে, দেশপ্রেমের সবক দিয়ে আমাদের ৭১-এর চেতনার কার্ড দেখিয়েছে, তারাই ১৫ বছর যে পরিমাণ অর্থ এই দেশ থেকে বিদেশে পাচার করেছেন, সেই অর্থ দিয়ে বাংলাদেশের ৪ বারের বাজেট করা সম্ভব।