‘বিচার বিভাগে প্রশাসনিক সংস্কারের পেছনে নৈতিক পরিবর্তন রয়েছে’: প্রধান বিচারপতি
দেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের স্বায়ত্তশাসন, দক্ষতা ও সহজলভ্যতা নিশ্চিতে গত ১৫ মাস ধরে আমরা একাধিক সংস্কারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেষ্টা করেছি। এই দাপ্তরিক পরিবর্তনের পেছনে একটি গভীর নৈতিক পরিবর্তন রয়েছে। তা হলো প্রতিষ্ঠানকে জনগণের সেবা করতে হবে, ক্ষমতাকে নয়। আজ শনিবার (৮ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর ফূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।